আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী টাঙ্গাইল জেলা ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের ধুলেচর মাদ্রাসা সংলগ্ন বনানী মাঠে গত বৃহস্পতিবার হতে তিন দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করে টাঙ্গাইল জেলা তাবলীগ জামায়াত। টাঙ্গাইল ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ এ ইজতেমায় অংশ নেন। আজ শেষ দিনের আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল হতে না হতেই বিভিন্ন এলাকার আরো কয়েক লাখ মুসল্লি সমবেত হন ইজতেমা প্রাঙ্গণে।
ছয় লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লি আখেরী মোনাজাতে অংশ নেন।
ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, বাসা-বাড়ির উঠান ও ছাদে বসেও আখেরী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। দুপুর ১২টা ১০ মিনিটে আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের সুরা সদস্য মাওলানা মোঃ মোশারফ হোসেন। ১৫ মিনিটব্যাপী আখেরী মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিদিন দেশি-বিদেশি ওলামায়ে কেরামগন বয়ান করেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/হিমেল