নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পৃথক পৃথক ফেস্টুন ও ব্যানারে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং নেচে গেয়ে শহরকে মাতিয়ে তুলেন। স্কুল মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের আদালত সড়ক, শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ার হয়ে আবার হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, মেয়র মো:রফিকুল আলম. পুলিশ সুপার আলী আহমদ খান প্রমুখ।
পরে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রাক্তন আলোকিত শিক্ষার্থীরা দীর্ঘ ষাট বছরের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করে অনেকে অবেগপ্রবন হয়ে পড়েন।
বিকেলে র্যাফেল ড্র, আতশবাজি প্রজ্জ্বলন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কণ্ঠ শিল্পী কোনাল, আইয়ুব বাচ্চুসহ স্থানীয় এবং বিভিন্ন ব্যান্ড গ্রুপ সংগীত পরিবেশন করবে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/হিমেল