বরিশাল নগরীর রূপাতলীতে সিনিয়র জুনিয়র দ্বন্ধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ সহপাঠীরা অংশগ্রহণ করেন।
নিহত আবু সালেহ’র চাচা সেলিম মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা বাসদ সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র নেতা শফিক ইসলাম খান, গণসংহতি নেতা মিরাজ হোসেন ও মশিউর রহমান মন্টু প্রমুখ।
বক্তারা হত্যাকান্ডের দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই মামলার আসামিদের গ্রেফতার করতে না পারায় পুলিশের সমালোচনা করেন। তারা অনতিবিলম্বে সালেহ হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নগরীর রূপাতলী শেরেবাংলা সড়কে সিনিয়র-জুনিয়র দ্বন্ধের জের ধরে নূরিয়া স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও স্থানীয় লিটন মৃধার ছেলে আবু সালেহকে সাবল দিয়ে টিপিয়ে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে ৩ জনের নামোল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার