পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মনতাজ আলী(৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুরের ঝ্যাললার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনতাজ আলী উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব হুগলীপাড়া গ্রামের আ. আজিজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, জেলার পার্বতীপুরের খোলাহাটি থেকে ৫/৬ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক পার্বতীপুর শহরের দিকে আসছিল। পথে পার্বতীপুর-রংপুর ঝ্যাললার মোড়ে একটি ট্যাংকার (ঢাকা মেট্রা ঢ-১১০১৪০) চাপা দিলে যাত্রী মনতাজ আলীর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব