বগুড়ায় জনসেচতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জরুরি তথ্যসেবা সম্বলিত ডিজিটাল বোর্ডের উদ্বোধন করা হয়। আজ বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে জরুরি তথ্যসেবা সম্বলিত ডিজিটাল বোর্ডের উদ্বোধন করেন বগুড়ার জেলা পুলিশ সুপার (অতি. ডিআইজি) আসাদুজ্জামান।
তথ্য সম্বলিত ডিজিটাল বোর্ডে জনসচেতনতামূলক স্লোগান ছিল 'জঙ্গিবাদকে ঘৃণা করুন ও সন্ত্রাস প্রতিরোধ করুন, জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল, ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার, বিদ্যুতের অপচয় রোধ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের টেলিফোন নাম্বার, ওয়ার্ডসহ বগুড়া শহর পরিস্কার পরিচ্ছদন্ন রাখা, সরকারি সেবা পেতে ৯৯৯ নাম্বারসহ বিভিন্ন তথ্যের বিষয়ে লেখা রয়েছে বোর্ডে।
১০নং ওয়ার্ডের কাউন্সিলন আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, ওয়ার্ড পুলিশিং কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বগুড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামরুল আলম রিপু, আসাদুল হক কাজল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মার্কনী, কানুচগাড়ী বণিক সমিতির আহ্বায়ক আফজাল হোসেন মুকুল, মুরাদুজ্জামান খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার