সিদ্ধিরগঞ্জে ঐতিজ্যবাহি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তীতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালযের মাঠে ‘উৎসবে আনন্দে, চলো ফিরে যাই শৈশবে’ এই শ্লোগানকে সামনে রেখে প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য মানুষ। বিদ্যালয়ের অনুষ্ঠান ঘিরে নতুন সাজে সেজেছিল চারপাশ।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ও পরিকল্পনা মন্ত্রণালয় (আইএমইডি’র) মহাপরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ আকতার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সালেহ হায়াত সিরাজ খোকা, সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক খান প্রমূখ। অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন দেশ-বরেণ্য শিল্পীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন