বাগেরহাটের মোংলার বাজিকরখন্ড এলাকায় গলা কেটে স্ত্রীকে হত্যার একদিন পর ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। আজ উপজেলার মাদুরপাল্টা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আজ দুপুরে হত্যাকারী মহিউদ্দিন ও তার বাবা-মাসহ ৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত লাইজুর বাবা নজরুল ইসলাম খান।
নিহতরে পরিবার জানায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড গ্রামের নিজাম মৃধার ছেলে মহিউদ্দিন মৃধার (২৮) সাথে সাড়ে ৩ বছর আগে বিয়ে হয় একই এলাকার নজরুল ইসলাম খানের মেয়ে লাইজুর (২২)। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাংসারিক জীবনে কহল বিবাদ চলে আসছিল। স্বামী মহিউদ্দিন শুক্রবার ভোরে ঘরের মধ্যে স্ত্রী লাইজুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে মেয়ের বাবা নজরুল ইসলাম খান আশপাশের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনার পর হত্যাকারী স্বামী মহিউদ্দিন মৃধা আত্মগোপন করে।
ঘটনার একদিন পর আজ ভোরে উপজেলার মাদুরপাল্টা বাজারের একটি দোকান থেকে পুলিশ মহিউদ্দিনকে আটক করে। মহিউদ্দিন আটকের পর নিহত লাইজুর পিতা নজরুল ইসলাম শনিবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরীবলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার