ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে বজায় রাখতে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাম্প্রদায়িক জঙ্গীবাদী শক্তিকে আরেকবার পরাজিত করতে হবে। আগামী নির্বাচনে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।
শনিবার বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবনারী ও আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ২০১৪সালের মত বিএনপি জামাত জোট আবারো সহিংস আচরণ শুরু করেছে। তারা দুর্নীতি করলেও তাদের বিচার করা যাবে না বলে, তারা আবদার করে চলেছে। এ করণে রাস্তায় গাড়ী ভাংচুর করছে। রংপুরে নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও তারা সেটা মানতে নারাজ। ভালো নির্বাচন করলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগের শেষ নেই। আসলে না’ ছাড়া তাদের আর কিছু বলার নেই।
ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড আব্দুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, কমরেড নজরুল ইসলাম হাক্কানী, অধ্যাপক ইয়াসিন আলী এমপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোঃ হবিবর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রবিউল আউয়াল খোকা, ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক মুজাহিদ সরকার, নারী মুক্তি দিনাজপুরের শামীম আক্তর শিখা।
সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঘোষিত ২১ দফা দাবি আদায়ের সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গনে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি। নাগরিক উদ্যোগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দিনাজপুর জেলা পরিষদ ও নাগরিক উদ্যোগের আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের জিরো পয়েন্ট থেকে কান্তজিউর মন্দির পযর্ন্ত ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১শ ৮৮ জন যুবক। এদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট, সনদ ও ম্যাডেল এবং আরো ৯ বিজয়ীকে শুধু ক্রেস্ট, সনদ ও ম্যাডেল প্রদান করেন প্রধান অতিথি। বাকী অংশগ্রহণকারীদের ম্যাডেল ও সনদ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন