ক্লাসের বাইরের জীবনের সাথে গণিতের যোগসূত্র স্থাপনই গণিতের প্রতি উৎসাহ সৃষ্টির প্রধান উপায় বলে জানিয়েছেন পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এম শমশের আলী।
শনিবার যশোর মনিরামপুর প্রাথমিক শিক্ষক সমিতি অডিটোরিয়ামে ই-ম্যাথ রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী গণিত শিক্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. এম শমশের আলী বলেন, শিক্ষকরা ক্লাসে যা পড়াচ্ছেন শ্রেণী কক্ষ থেকে বেড়িয়ে শিক্ষার্থীরা যা দেখে তার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকে না। তাই প্রতিটি পাঠদানের সময় ব্যক্তি জীবন ও জগতের সাথে গণিতের সম্পর্ক তুলে ধরতে পারলে ছাত্ররা পাঠদানে আনন্দ পাবে এবং গণিতকে নিজের জীবনের সাথে মিলিয়ে সহজভাবে পড়তে পারবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মো. নজরুল ইসলাম খাঁন (সাবেক সচিব, শিক্ষা মন্ত্রনালয়), প্রফেসর ড. মো আব্দুল আলীম, প্রফেসর মো. জহুরুল ইসলাম, ড. কাজী মো. হুমায়ুন কবির, গবেষক কাজী মো. খায়রুল বাসার, তথ্য প্রযুক্তিবিদ খন্দকার আহমাদ আল ইহ্সান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম