মাদারীপুরের ডাসার থানার পশ্চিম কমলাপুর গ্রামে শনিবার বিকেলে গাছ থেকে পড়ে কামাল হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার থানার পশ্চিম কমলাপুর গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে কামাল হোসেন নিজ বাড়ির একটি গাছের ডাল কাটতে গিয়ে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম