নেত্রকোনার দূর্গাপুর শিবগঞ্জ বাজার থেকে স্বোমেস্বরী নদী পার হয়ে দূর্গাপুর আসার পথে রজব আলী (৫৫) কে কুপিয়ে টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ প্রেরণ করেন।
শনিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দূর্গাপুরের ঝাঞ্জাইল বাজারে খান ট্রের্ডাসে কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত উপজেলার কুল্লাউড়া ইউপির ভবানীপুর গ্রামের মৃত আমীন আলীর ছেলে রজব আলী। প্রতি শনিবার স্বোমেস্বরী নদী পা হয়ে শিবগঞ্জ বাজারে ব্যাবসায়ী টাকা কালেকশন করেন। এরই ধারাবাহিকতায় রজব আলী শনিবার টাকা কালেকশন শেষে দূর্গাপুর ফিরছিলেন। সন্ধ্যার পর নদী পাড় হয়ে চড় পাড় হওয়ার সময় তাকে কুপিয়ে আহত করার সময় তার ডাক চিৎকারে নদী পারাপারের মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রজব আলীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত রজব আলীর ছেলে মাহফুজ আহমেদ দাবী করেন তার বাবা বাজার কালেকশন শেষে কর্মস্থলে ফেরার পথে ছিনতাইকারীরা কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে দূর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক কুপিয়ে আহত করার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তরা ধরা পরবেন বলে তিনি আশ্বস্থ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন