মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ রাইহান ওরফে রহমান ওরফে রেহান (৩৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত রাইহান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে। আজ ভোর তিনটার দিকে জেলার শ্যামপুর মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শ্যামপুর ও শালিকার মাঠের মধ্যে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, চারটি হাতবোমা ও তিনটি রামদাসহ ডাকাত রাইহানকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ডাকাতরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/হিমেল