শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেতৃত্বে বিশেষ অভিযানে দুইশত ইয়াবাসহ রাজিব নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে শ্রীবরদী উপজেলার পশ্চিম ছনকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, শেরপুর জেলা মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল আনুমানিক ৮টার সময় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।
মাদকের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত রাজিব দীর্ঘদিন থেকেই শ্রীবরদী এলাকাতে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসির দায়িত্বে থাকা এস আই আকতারুজ্জামান বলেন, রাজিব নামের একটি মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দুইশত ইয়াবাসহ শ্রীবরদী থানায় সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত রাজিব পশ্চিম ছনকান্দা গ্রামের দিদারুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ