নরসিংদীর বাসাইল এলাকা থেকে রবিবার ভোরে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তার নাম লিটন মিয়া, বয়স ২৯ বছর। পূর্ব তথ্যের ভিত্তিতে বাসাইল এলাকার হাসান সিএনজি স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে বাসাইল এলাকার হাসান সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৩,৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাড়ে দশ লাখ টাকা।
আটক লিটন মিয়ার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে এসআই জানান।
আটক মাদক ব্যবসায়ী লিটন মিয়া রূপগঞ্জ থানার দাউদপুর এলাকার আলাউদ্দিন ছেলে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ