বরিশালে নাগরিক সুবিধা বৃদ্ধি, নগরীর রসুলপুর চরে বিদ্যুৎ সংযোগ চালুসহ হোল্ডিং ট্যাক্স কমানো এবং নীতিমালা প্রনয়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সংগঠনের জেলা কমিটির উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বাসদ সংগঠক ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা পূস্প রানী চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এইচ এম ইমন, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক বদরুদ্দোজা সৈকত, আবু তালেব সবুজ, ব্যাটারি চালিত শ্রমিক-মালিক সমিতি সংগ্রাম পরিষদ সভাপতি শাহজাহান মিস্ত্রী প্রমুখ।
এর আগে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন