চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড় নামক স্থানে ট্রাক্টর চাপায় সাজেমান আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সাজেমান আলী হচ্ছেন, একই এলাকার সাত রশিয়া গ্রামের মৃত মহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার দুপুর পৌনে দুইটার দিকে সাজেমান আলী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছেলেন। এমনসময় শিবগঞ্জগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ