রাজবাড়ীতে অপহরণ ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ইদ্রিস ওরফে ল্যাংড়া ইদ্রিসকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ানশুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া বিষয়টি জানান।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় ফজের ব্যাপারীর ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন