বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকালে বাগেরহট-মাওয়া, খুলনা-মংলা মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই সড়কের অন্তত ১৭০ কিলোমিটার এলাকায় এই অভিযান চালাবে সড়ক ও জনপথ বিভাগ। এই অভিযানের নের্তৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা যুগ্ম সচিব মো. শরিফুল ইসলাম।
সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে ৭০ কিলোমিটার এলাকার সব স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময়ে তার সাথে ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদসহ কর্মকর্তারা।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালীরা মহাসড়কের দু’পাশের জায়গা দখল করে রেখেছিল। এর ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে সাধারণ মানুষ হতাহতের শিকার হচ্ছিল। এ অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে ইতিমধ্যেই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কের দু’পাশে সীমনা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্ন দিয়ে দেয় এবং অভিযানের এক সপ্তাহ পূর্বে থেকেই মাইকিং করে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।
সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে এই অভিযান চালানো হচ্ছে। আমাদের এই রাস্তার পাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল তা সব ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে এসব স্থানে বৃক্ষরোপণ করা হবে। এর আগে ২০১৪ সালে ভৈরব নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এর কিছুদিন যেতে না যেতেই আবারও ময়লা ফেলে নদী দূষণ ও দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠতে শুরু করে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল