মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলা মামলার সমস্ত বিচারিক কার্যক্রম হাই কোর্টের আদেশে স্থগিত করা হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন আজ মঙ্গলবার দুপুরে মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
এই মামলার ১ নম্বর আসামি মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ চার্জ গঠনের বিরুদ্ধে হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের ব্রেঞ্চে মামলা বাতিল চেয়ে আবেদন করলে গত ১৫ নভেম্বর এক আদেশের মাধ্যমে মামলার সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।
আজ মামলার সাক্ষীর দিন ধার্য্য ছিল কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জমা দিলে বিচারক মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা করে আসামিরা। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে চলকসহ ৪ শ্রমিক মারা যায়। এ ঘটনায় ২২ মার্চ এএসআই আব্দুল সালাম মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামি করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক সহ ২৩ জনের বিরুদ্ধে ৩১ আগষ্ট চার্জ গঠন করে।
চার্জশীটে থাকা ২৩ জনের মধ্যে রাসেল নামে একজনের বিচার কাজ শিশু আইনে আওতায় নেয়ার জন্য আগেই শিশু আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল