ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অলি হাওলাদার (৩৮) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেনাপোল-ভাঙ্গা- ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজার নামক স্থানে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে তিনি মারা যান। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল উদ্দিন হাওলাদার এর ছেলে।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মৃত অলি হাওলাদার কানে কম শুনতেন। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ