গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১০ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে হাসমত আলী সিকদার চুন্নুকে সভাপতি ও এস এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিডিপ্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান