টাঙ্গাইলের গোপালপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির সাড়ে তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার বিকেলে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়কেজন আহত হন। এই ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিনসহ বিএনপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়াকে ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ২২ রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।
বিডিপ্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান