খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক বিএনপি-জামায়াতের আটক ৩৮ জন নেতা-কর্মীর জামিন হয়েছে।
রবিবার কুমিল্লার ১নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ্ এ জামিন প্রদান করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করলেও বিচারক তা না মঞ্জুর করে জামিনের আদেশ দেন।
জামিন প্রাপ্তদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সহ সভাপতি ফজলুল হক ফজলু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদল নেতা রিয়াজ হোসেনসহ অন্যান্যরা রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন