খুলনায় হত্যা, ধর্ষন, অস্ত্র, নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধে গত জানুয়ারি মাসে ৩০৩টি মামলা হয়েছে। এর মধ্যে সর্বাধিক মাদক মামলা হয়েছে ১৬৮টি। এছাড়া চুরি, নারী ও শিশু পাচারের মামলা রয়েছে। এর আগে গত ডিসেম্বরে খুলনা মহানগরীর আট থানা ও জেলার নয় থানায় ৩৬৮টি মামলা রেকর্ড করা হয়।
রবিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
সভায় গ্রামেগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে উদ্বেগ জানিয়ে তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বলেন, মাদকের কারণে এলাকার পারিবারিক অশান্তিসহ দুষ্কৃতিকারীদের দৌরাত্ম দিন দিন বাড়ছে। এসময় মাদক বিষয়ক গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নির্মূলে গোয়েন্দা বিভাগের কার্যক্রম ও নজরদারী বাড়ানো নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সভায় অবৈধ হকার উচ্ছেদ, পলিথিনের যথেচ্ছ ব্যবহার বন্ধ, লাইসেন্সবিহীন যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে আলোচনা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যান, কেএমপি, র্যাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর