বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের অধীনে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে। রবিবার দুপুরে ২৭ বিজিবি’র তত্বাবধানে তিন বছরে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্যের মধ্যে ছিল ৯ হাজার ৫৩৪ বোতল ভারতীয় মদ, ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিল, প্রায় ৫৪ কেজি গাঁজা ও ২২০ পিস ইয়াবা। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১১ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশিনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ডিজিএফআই’র উইং কমান্ডার কর্নেল জিএস মেহেদী হাসান, বিজিবির উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার কাজী অনিরুদ্ধ।
এ সময় ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহাম্মদ, ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনিছুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিতোষ চন্দ্র কুন্ডুসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব