সিরাজগঞ্জে মোটরসাইকেল চাপায় চান্দু আলী মুন্সী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার দিয়ার পাচিলে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের উপর মোটরসাইকেল ধাক্কায় গুরুত্বর আহত হয়। নিহত চান্দু আলী মুন্সী দিয়ার পাঁচিল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন জানান, বৃদ্ধ চান্দু মুন্সী যমুনা নদী সংরক্ষণ বাঁধ পার হবার সময় চার আরোহীসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন