মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার নিলখী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাজেদা বেগম (৪৫) নিজ বাড়িতে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়।
নিহত মাজেদা বেগম নিলখী ইউনিয়নের পশ্চিম নিলখী গ্রামের বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আ. সালামের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিলখী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোতালেব মিয়া বিদ্যুৎস্পৃষ্ঠে ইউপি সদস্য নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান