গাজীপুরের কাপাসিয়ায় দস্যুনারায়ণপুর গ্রামে শীতলক্ষা নদীর পাড়ে প্রায় ৫ বিঘা জমি দেবে গেছে। আজ ভোরে এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করেন। এছাড়া ওই গ্রামের একটি আঞ্চলিক সড়ক দেবে গেছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি এলাকায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত রয়েছেন।
এর আগে ২০০৩ সালে একই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল