বরিশালে ধর্ষনের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী আবু জাফর গাজী (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আবু জাফর গাজী পটুয়াখালীর দশমিনা উপজেলার হোসনেবাদ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এ চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
বরিশাল কেন্দ্রিয় কারাগারের জেলার মো. বদরুদ্দেজা জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জাফর গাজী বরিশাল কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
জেলার আরও জানান, দশমিনা থানার একটি ধর্ষন মামলায় জাফর গাজীকে পটুয়াখালীর আদালত মৃত্যুদণ্ড দিলে তাকে বরিশাল কারাগারে রাখা হয়। তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চাদালতে আপীল মামলা চলছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর