বঙ্গবন্ধুকে জানতে পারলেই দেশ ও দেশের মানুষকে ভালবাসার মূলমন্ত্র জানা যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া। শনিবার চাঁদপুরের মতলব উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মায়া বলেন, শুধু মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললেই হবে না নিজেদের অন্তরে ধারণ করতে হবে, পরিবারের সদস্যদের মাঝে তুলে ধরতে হবে।
নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/এনায়েত করিম