মানিকগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে নিয়ে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে গৃহবধূ রিনা আক্তার (২৭)। রিনার মৃত্যু হলেও বেঁচে যায় দুই সন্তান মেয়ে আফরিন (৫) ও এক ছেলে মোমিন (২)। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশু দুইটিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নে রামকান্তপুর গ্রামে।
স্বজনরা জানান সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মিরেরচর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রিনা আক্তার (২৭)। বছর সাতেক আগে বিয়ে হয় রামকান্তপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুল আজিজের সাথে। এই দম্পতির এক মেয়ে আফরিন (৫) ও এক ছেলে মোমিন (২) রয়েছে। আব্দুল আজিজ বেশ কয়েক বছর ধরে সৌদি আরব প্রবাসী।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরে রিনা আক্তার তার দুই সন্তানসহ ইদুঁর মারার ওষুধ পান করে নিজে আত্মহত্যার চেষ্টা করে। এক পর্যায়ে শিশুদের কান্নাকাটির শব্দে আশেপাশের লোকজন এসে তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষণপর রিনাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অসুস্থ্য অবস্থায় শিশু দুটিকে পাঠিয়ে দেয়া হয় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে।
রিনা আক্তারের মামা মহাম্মদ রনজু জানান, বিদেশে যাওয়ার পর থেকে আব্দুল আজিজের পরিবর্তন হয়। রিনাকে তালাক দেবে বলে হুমকি দিত। এতে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। রিনা মানসিক ও শারীরীক নির্যাতন সইতে না পেরে ছেলে মেয়েকে নিয়ে বিষ পান করে।
আব্দুল আজিজের বাবা আবু বকর ছিদ্দিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি রিনাকে অত্যাচারের অভিযোগ অস্বীকার করেন। তবে আজিজ ও রিনার মধ্যে কিছুদিন ধরে মনকষাকষি চলছিল বলে তিনি জানান। আবু বকর ছিদ্দিক জানান নাতি ও নাতনিকে নিয়ে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন। দুজনের অবস্থা ভালো না বলে তিনি মন্তব্য করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এঘটনা ঘটে থাকতে পারে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান