নেত্রকোনার মোহনগঞ্জে শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরত হাল রির্পোট শেষে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পেরণ করে।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালেব খোকন সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বরকাশিয়া গ্রামের হান্নান মুন্সীর বাড়ির পিছনে বাঁশঝাড়ের ভেতরে মুক্তা ঝাড়ের মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়। দুপুরে শিশুরা খেলতে গেলে মানুষ পড়ে থাকতে দেখে এক শিশু চিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে যায়।
পরে মোহনগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান