‘বাঁচাও কৃষক বাঁচাও দেশ’ স্লোগানে ময়মনসিংহের ফুলপুরে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৯৫ সনের ১৫ মার্চে সার নিতে এসে ভীড় করলে ফুলপুর উপজেলার খিলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম মন্ডলের ওপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে অসহায় কৃষকের প্রাণ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর ১৫ মার্চ কৃষক হত্যা দিবস পালন করা হয়। ১৫ মার্চের কৃষক দিবস ফুলপুরে রবিবার ১৮ মার্চে পালন করা হয়।
ফুলপুর সদরে এম শামছুল হক চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, ময়মনসিংহ জেলা কৃষক লীগ নেতা কৃষিবিদ আব্দুর রহিম মিন্টু, গোলাম মোস্তফা (ভিপি বাবুল), এবি সিদ্দিক, নাহিদা, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু প্রমুখ।
উপজেলা কৃষক লীগের সভাপতি ডা. জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং রুস্তুম আলী আকন্দ ভোলন ও আজিজুল ইসলাম মন্ডলের উপস্থাপনায় বক্তারা বলেন, কৃষকরা ফসলের ক্ষেতকে তাদের সন্তানের মত ভালবাসেন। সন্তানের খাবারের অভাব পরলে মা-বাবার যে অবস্থা হয়, ফসলের খাবারের অভাব পরলে কৃষকেরও তেমনই অবস্থা হয়। সেই উপলব্ধিতেই কৃষক রফিকুল ইসলাম প্রাণ বিসর্জন দেন। বক্তারা আরও বলেন, আমাদের নেত্রী ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, নীতিতে বিশ্বাসী।
বিডি প্রতিদিন/এ মজুমদার