দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ও শিশু ওয়ার্ড ৪দিন ধরে অন্ধকারে। গ্রিলের দরজা ফিটিংয়ের সময় গত ১৫ মার্চ বিদ্যুৎ লাইন ফল্ট হয়ে মহিলা ও শিশু ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ৪ দিন ধরে অন্ধকারে থাকলেও এখন পর্যন্ত বিদ্যুৎের লাইন মেরামতের কোন ব্যবস্থা গ্রহণ করেনি কতৃপক্ষ।
রবিবার হাসপাতালের ২১ জন মহিলা ও শিশু রোগি এবং তাদের স্বজনরা ক্ষোভের সাথে দুর্ভোগের অভিযোগ তুলে ধরেন।
রোগিরা অভিযোগ করে বলেন, রাতে ভুতুড়ে অন্ধকারে ভয়ে জড়োসড়ো হয়ে থাকেন। শিশুরা অন্ধকারে কান্নাকাটি করে। দিনে প্রচন্ড গরমে রোগিদের নাভিশ্বাস ওঠে। এভাবেই অবর্ণনীয় দুর্ভোগে ৪ দিন ধরে চলছে বিরামপুর হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাহাদত হোসেন জানান, হাসপাতালে বর্তমানে সংস্কার কাজ চলছে। পৃথক দুই ঠিকাদারের কাজ সমন্বয়ের অভাবে এ ভোগান্তি হচ্ছে।
এ ব্যাপারে দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদ জানান, দুই ঠিকাদারের কাজে সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তবে তিনি লাইন মেরামতের জন্য রবিবার আলাদা বিদ্যুৎ মিস্ত্রি পাঠিয়েছেন বলে জানান।
বিডিপ্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৮/ ই জাহান