Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২১

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান, আটক-৪৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান, আটক-৪৫

ফরিদপুরে পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন উপজেলায় পুলিশ ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় আটক করা হয় ৪৫ জনকে। এদের মধ্যে ৭ জন মাদক বিক্রেতা রয়েছে। এছাড়া জিআর মামলায় ১৭ জন, সিআর মামলায় ১৬ জন এবং নিয়মিত মামলায় ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মোঃ জাকির হোসেন জানিয়েছেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন


আপনার মন্তব্য