পারিবারিক কলহের জেরে দিনাজপুরের বোচাগঞ্জে বাবা তালা কিসকুকে (৫৫) পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে ছেলে বৈদ্ধ কিসকু। এ ঘটনায় নিহতের ছোট বউ সুমি হাসদা আহত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ছেলেকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসীপাড়ায় এ ঘটনায় ঘটে। নিহতের ছোট বউ সুমি হাসদা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে তালা কিসকু ও তার ছেলে বৈদ্ধ কিসকুর মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে বৈদ্ধ কিসকু লাঠি দিয়ে বাবা তালা কিসকুকে আঘাত করে। পরে সে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়। এসময় বাধা দেওয়ায় সৎমা সুমি হাসদাকেও লাঠি দিয়ে আঘাত করে সে। পরে ঘটনাস্থলেই তালা কিসকু মারা যান। এ সময় এলাকাবাসী বৈদ্ধ কিসকুকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং বৈদ্ধ কিসকুকে আটক করে।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ছোট বউ সুমি হাসদা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ নিহতের ছেলে বৈদ্ধ কিসকুকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ