দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে তছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত তছলিম উদ্দিন ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া টাওয়ারের মোড় গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
তছলিম উদ্দিনের স্ত্রী তরজিনা বেগম সাংবাদিকদের বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ ধরার জন্য তছলিম উদ্দিন নদীতে যান। এরপর বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নদীর ধারে ব্রীজের নিচে রয়েছে বলে খবর আসে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তছলিম উদ্দিনের পরিবারের কোনো দাবি না থাকায় লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম