বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট বাজারে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানির দায়ে স্থানীয় কসমেটিক্স ব্যবসায়ী কবির শরীফকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায়ের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ডাদেশ দেন।
দণ্ড ঘোষণার পরপরই বখাটে কবিরকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি করে কাজিরহাট বাজারের কসমেটিক্স ব্যবসায়ী কবির শরীফ। এ সময় স্থানীয়রা বখাটে কবিরকে হাতেনাতে আটক করে।
পুলিশ আটক কবিরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে ওই দণ্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম