নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকায় পিকআপের ধাক্কায় নাজমুল হুদা (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। নাজমুল হুদা উপজেলার হর্সিউজানি গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং চকগৌরী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে স্কুল শেষে নওগাঁ -রাজশাহী মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী হর্সিউজানি গ্রামে নিজ বাড়িতে ফিরছিল নাজমুল। এ সময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ঘাতক গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘাতক পিকআপটি আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার