কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মিয়ার বাজার এলাকা দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপার হচ্ছিল। ঢাকামুখী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বয়স ৬০ বছর হবে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন