জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিএনপি জামায়াত মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করায় দেশের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাদককে না বলুন ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপ যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক বিরোধী অভিযান জনগণের কাছে প্রশংসিত হয়েছে। পিতামাতা ও অভিভাবকদের মধ্যে শান্তি ফিরে এসেছে। মাদক নিয়ন্ত্রণ হওয়ায় শিক্ষার হার বাড়ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। মাদক ছিল এ দেশের উন্নয়ন ও অগ্রগতির বাধা। সে বাধাকে অতিক্রম করেছে আওয়ামী লীগ সরকার। আগামী দিনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে মাদককে চিরতরে নির্মূল করা হবে।
আজ রবিবার হুইপ ইকবালুর রহিম দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজনে বিজিবি দিনাজপুর সদর সেক্টর মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর সেক্টর সদর দপ্তর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুইঁয়া, পিএসসি,জি প্লাস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, লে. কর্ণেল নাহিদুজ্জামান পিএসসি, মেজর মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভারতীয় ফেন্সিডিল ১৩ হাজার ২৩৮ বোতল, ভারতীয় মদ ১২০ বোতল, বাংলা মদ ৯৩ লিটার ও গাঁজা ৪ কেজি ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ১৭ হাজার ১০০ টাকা।
এরপরে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর চেহেলগাজী ইউপি হতে উত্তর গোবিন্দপুর আজিমপুর ইউপি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
অপরদিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য দিনাজপুর সদর উপজেলাধীন ও পৌরসভার পুজা কমিটির সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে হুইপ ইকবালুর রহিম এমপি ১৫৬টি পুজা কমিটির নেতৃবৃন্দের কাছে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কোতয়ালী আওযামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, রায় সাহেব এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার