নেত্রকোনার দুর্গাপুরে দুই পরিবারের বিরোধের জেরে মারামারির ঘটনায় ২২ দিনের কন্যা শিশু নিহতের অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার গাওকান্দিয়ার চিতলী চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটির বাবা স্বপন মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করলে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, শনিবার সকালে চিতলী চরপাড়া গ্রামের স্বপন মিয়া ও পাশের বাড়ির সুন্দর আলীর পবিবারের মাঝে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে দুই পরিবারের সদস্যদের মাঝে মারামারি হলে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের কোলে থাকা জান্নাতের মাথায় (ডান কানের উপরে) আঘাত লাগে। এতে মা ও শিশু দুইজনই আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবার সদস্যরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজে রের্ফাড করে। বিকালে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার পর রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার