ঢাকাসহ বিভিন্ন জেলায় গ্রেফতার বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্না, অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সন্তোষ পাল ও আমিনুল ইসলাম।
কর্মর্সূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরায় বাম গণতান্ত্রি জোটের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদেরকে বিএনপির উচ্ছৃঙ্খল বলে দাবি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পরিকল্পিতভাবে নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অথচ তাদের হাতে বাম গণতান্ত্রিক জোট লেখা ব্যানার এবং হ্যান্ডবিল ছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার