ঠাকুরগাঁওয়ের ৫৬ কোটি টাকার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সময় কাজ আটকে দিল স্থানীয় জনতা। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক জনপদের কর্মকর্তারা এসে তোপের মুখে পড়েন। পরে কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থল থেকে নিম্নমানের ইট সরিয়ে নেয়ার পর পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএল'র প্রজেক্ট ম্যানেজার শামসুজ্জোহা জানান, আমি নিম্নমানের সব ইট সড়িয়ে ভালো ইট দিয়ে কাজ করবো কথা দিলাম। আর কোন সমস্যা হবে না।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর কোন খারাপ ইট ব্যবহার করবে না। তবে বাকি কাজে কোন অনিয়ম হয়নি বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার