গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বেতন-ভাতা নিয়মিত চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে অনিয়মিত এসব কর্মচারীরা।
প্রতিষ্ঠানের শতাধিক কর্মচারী বিগত ১৩ মাস ধরে ওই প্রতিষ্ঠান থেকে কোন বেতন-ভাতা পাচ্ছেন না।
মানববন্ধন কর্মসূচী পালনকালে সেখানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ ডায়াবেটিক কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, ডায়াবেটিক সমিতির কর্মচারীরা দীর্ঘদিন বেতন না পেয়ে মানবেতরভাবে জীবন যাপন করছেন।তাদের বেতন-ভাতা নিয়মিতকরণসহ চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার