দিনাজপুরের বিরলে পুত্রবধূ ও তার পিতার বাড়ির লোকজনের নির্যাতনে প্রতিবন্ধী শ্বশুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বশুর হত্যার সাথে জড়িত সন্দেহে পুত্রবধূ রুমা আক্তারকে (২৭) জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ রবিবার বিরল পৌর শহরের শংকরপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত পঙ্গু ও প্রতিবন্ধী আমিনুল ইসলাম (৫০) বিরল শহরের শংকরপুর মহল্লার মৃত আফিল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীসহ ও নিহতের বড় ভাই আজিম উদ্দীন চেমঠু জানান, রবিবার বিরল শহরের শংকরপুর মহল্লার পঙ্গু ও প্রতিবন্ধী আমিনুল ইসলামকে পুত্রবধু রুমা আক্তার ও তার পিতা রমজান আলী মিস্ত্রি পারিবারিক বিরোধের জের ধরে তারাসহ বাড়ির অন্যান্য লোকজন নির্যাতন চালায়। এক পর্যায় আমিনুলের অবস্থা গুরুত্বর হয়ে পড়ে এবং পরে আমিনুল মারা যায়। পরে খবর পেয়ে বিরল পুলিশ আমিনুলের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুত্রবধূ রুমা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
বিরল থানার অফিসার ওসি এ টি এম গোলাম রসুল লাশ উদ্ধার ও পুত্রবধূ রুমা আক্তারকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার