নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিটু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত টিটু চাঁদপুর দক্ষিণ মতলব এলাকার মোতালেব মিয়ার ছেলে। সে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ভোর ৫টায় ছিনতাইকারীদের মধ্যে ছিনতাইকরা মালামাল ভাগাভাগি নিয়ে মারধরের ঘটনা ঘটে। এসময় কয়েকজন ছিনতাইকারী টিটুকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সংবাদে পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, টিটু ছিনতাইকারী দলের একজন সক্রিয় সদস্য। সে ও তার দলের অন্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে মালামাল ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার