নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশের ৫ লাখ লোক মারা যাবে। তারা হত্যার রাজনীতি করে। তারা ক্ষমতায় যাওয়ার লোভে আগুনে পুড়িয়ে ৯৪ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি তারা বোবা প্রাণী গরুও পুড়িয়ে মেরেছে।
আজ রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় এক নির্বাচনী প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, নৌকা মার্কায় কেন ভোট চাইতে হবে? আপনাদের কি বিবেক-বুদ্ধি নাই? ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ২৬ শ' কোটি টাকার কাজ করেছিলাম। এইবার ক্ষমতায় আসার পর ৭ হাজার ৪ শ' কোটি টাকার কাজ করেছি। এতো টাকার কাজ করার পরেও কি আপনাদের কাছে ভোট চাইতে হবে? এ দেশে উন্নয়ন করার মানসিকতা আছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই এ দেশকে আরো উন্নত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে উপস্থিত লোকদের তিনি আহ্বান জানান। পরে তিনি গোদনাইল বাগপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
তিনি আরো বলেন, বিএনপির যারা ভালো আছেন, তারা আসেন। আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আপনাদের সঠিক সম্মান দেওয়া হবে। বিএনপির ভাইয়েরা আপনারা আপনাদের নেত্রীর কথায় আগুন দিয়ে মানুষকে মারলেন। আহ! কত কষ্টের মৃত্যু। হাতে লাইটারটা একটু লাগিয়ে দেখেন, আগুনে পুড়ে মারা যাওয়া যে কত কষ্টের, তা বুঝবেন। মানুষ পুড়ে ছাই হয়ে গেল, পরিবার এতিম হয়ে গেল। কত ঘর শেষ হয়ে গেল। আপনারা কি ভেবেছেন এই দুনিয়াই সবকিছু? উপরে কেউ নাই? এসবের বিচার আল্লাহ করবে। আমি জানি, আগামী ২০-২৫ দিন পর আবারো একই রকমের খেলার চেষ্টা করা হবে।
নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, মুক্তিযোদ্ধা জনতালীগের আহ্বায়ক সাইদুর রহমান প্রধান, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, যুবলীগ নেতা কাজী আমির হোসেন ও সাব্বির আহমেদ প্রধান প্রমুখ। এছাড়াও তিনি একই ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী বাজার ও আরামবাগ এলাকায় পৃথক দুটি নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মী সভায় বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার