ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করে ভ্র্যাম্যমাণ আদালতে ৬ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে অভিযান চালিয়ে হোসেন (৪০), জাকির হোসেন (৩৫), মো. ইয়াছিন পাটওয়ারী (৬০) মো. মিলন (৩৫), মো. ইয়াকুব আলী (২০), আওলাদ হোসেন (২০) মো. ইব্রাহীমকে (১২) পুলিশ আটক করে। আটককৃতদের আজ দুপুরের দিকে স্থাপিত ভ্র্যম্যামাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন এই কারাদন্ডের রায় দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার