চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মিয়াপাড়া এলাকা থেকে রেদোয়ান আহম্মেদ হৃদয় (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয় হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মিয়াপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে।
মরদেহটি উদ্ধারের পর আজ সকাল ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার ওসি (অপারেশন) ইদ্রিস আলী জানান, রবিবার বিকেল থেকে শিশু রেদোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার পরিবার রাতে সাড়ে ১১টায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এরপরই পুলিশের একটি দল রাত প্রায় দেড়টায় হরিপুর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়ের বাড়ির অদূরে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, শিশুটির গলায়, ঘাড়ে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অধিক তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার